
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ের-২০২৫ খ্রিঃ এস. এস. সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠান করা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে অত্র বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হোসেন তালুকদার।
উক্ত অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্জ মো: শামসুল হক প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন। এসময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অত্র স্কুলের সিনিয়র শিক্ষক সালাউদ্দিন, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, সোহাগ হোসেন, সুমী সাহা সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা -কর্মচারি, পরীক্ষার্থী অভি়ভাবক, সুধীজন, গুণীজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।