রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.শরীফুল ইসলাম
সলঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
রায়গঞ্জে সাংবাদিকের উপরে হামলা,এক মাসেও গ্রেফতার হয়নি কেউ 
রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁয় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় দু’জন আটক
সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ১টি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাইদুর রহমান বাচ্চুর
তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
কাঁদলেন ও কাঁদালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা রঞ্জন,অভিযোগ প্রমাণের দাবি

ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার  বিতরণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ ” নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব “এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠান” ইসলামিয়া সরকারি কলেজ” এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত,গীতা পাঠ,জাতীয় সঙ্গীত,জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান  শুভ সূচনা করা হয়।

মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারী) সকালে ইসলামিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ইসলামিয়া  সরকারি কলেজের আয়োজনে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, এবং ক্রীড়া প্রতিযোগিতায়   বিজয়ী শিক্ষার্থীদের  হাতে পুরস্কার তুলেদেন  ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এস.আই.এম.এ রাজ্জাক এসময়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন,  সু-শিক্ষা অর্জন করার  পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা অবশ্যই  করবে । প্রযুক্তি নির্ভর শিক্ষায় সকলকেই আরো মনোযোগী হতে হবে। মাদক মুক্ত সমাজ গড়তে  তোমাদের  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে । মাদকে না বলতে হবে এবং নির্মূল করতে কাজ করবে। ভালো মানুষ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ছিলেন,গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম। 

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারি কলেজ এর  উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান,  ইসলামিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজহারুল ইসলাম,  ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ। 

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রিপন,  মোঃ ফরহাদ হোসেন, তানজুম আরা, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহীন কবীর, সহকারী অধ্যাপক খন্দকার রিসালাত আলী, হিসাব বিঙ্গান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন,  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ খাদিজা সুলতানা, সহকারী অধ্যাপক কাজী জান্নাতুল ফেরদৌস জাহান, প্রভাষক মাহফুজুল হক শামীম, ইতিহাস বিভাগের প্রভাষক তানিয়া সুলতানা, ইসলাম শিক্ষা  বিভাগের প্রভাষক রুহল আমিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মির্জা সুলতান মাহমুদ,  প্রভাষক মোঃ আকরামুল ইসলাম,  মোঃ ছাব্বির হোসেন,  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল মতিন,  সহকারী অধ্যাপক হাবিবা আক্তার,  প্রভাষক মোঃ এনামুল হাসান, আরবী বিভাগের মোঃ আবদুল্লাহ সেখ, পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু তালহা,  উদ্ভিদ বিভাগের প্রভাষক মোঃ শাহীন রেজা, রসায়ন বিভাগের মোছাঃ তাসমিম নাহার লাকি, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল ওয়াহাব,  প্রভাষক মোছাঃ লাইলী খাতুন,  প্রভাষক মোঃ মোতাহার হোসেন, ফিন্যাস এন্ড ব্যাকিং বিভাগের প্রভাষক মোঃ শহিদুল ইসলাম । অনুষ্ঠান পরিচালনা করেন, উল্লাপাড়া  গজাইল অনার্স কলেজ এর প্রভাষক ও ধারা ভাষ্যকর মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। 

এ সময়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  অনুষ্ঠানে ইসলামিয়া সরকারি কলেজ এর সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারি,  ছাত্র-ছাত্রী, সুধীজন, গুণীজন, সাংবাদিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারী- ২০২৫ খ্রিঃ পর্যন্ত অনুষ্ঠিত   যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্টে বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২  হার্ড পয়েন্টে ৭ম জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্পে ইসলামিয়া সরকারি  কলেজ এর   রোভার স্কাউট গ্রুপ অংশগ্রহণ করে সুনামের সাথে সন্মাননা স্মারক ক্রেস্ট গ্রহন করে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড.এস.আই.এম.এ রাজ্জাক এর হাতে তুলেদেন রোভার স্কাউট লিডার ও সাবেক সিরাজগঞ্জ জেলার রোভার সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০