
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার গান্ধাইলে সমলয় পদ্ধতির চাষাবাদের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে কাজিপুর উপজেলার কৃষি অফিসের আয়োজনে,
গান্ধাইল দক্ষিন পাড়া বোরো ক্ষেত প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আলোচনা সভা কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অতিথিবৃন্দ রাইচ প্লান্টটেশন যন্ত্রের মাধ্যমে বোরোধানের চারা রোপন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী প্রমুখ ।
স্বাগত বক্তব্যে রাখেন, কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, সমলয় পদ্ধতিতে চাষাবাদে সময়, অর্থসাশ্রয়, বেশী উৎপাদনে কৃষকগণ লাভবান হয়ে থাকেন , এতে করে জাতীয় রাজস্বতে সহায়ক ভুমিকা রাখে।
উক্ত অনুষ্ঠানে, কৃষি প্রকৌশলী ফাতেমা আক্তার, কাজিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নুরে আলম সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।