
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ “আহলান সাহলান” মাহে রমাদান আগমনে খুশির জোয়ার জাগে প্রাণে প্রাণে, পবিত্র মাহে রমজান (১৪৪৬ হিজরি) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা’র উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র্যালী প্রদর্শন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখা’র আয়োজনে,শনিবার (১ মার্চ) বিকেল ৫টায় সিরাজগঞ্জ শহরের এস.এস. রোড কেন্দ্রীয় জামে মসজিদ গেট থেকে শুরু হওয়া এ বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে এসে শেষ হয়।
উক্ত বর্ণাঢ্য র্যালী’র ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা’র সভাপতি মোঃ শামীম রেজার নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ শহর শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের প্রায় হাজারো নেতা-কর্মী, শিক্ষার্থী ও তাওহীদি জনতা অংশগ্রহণ করেন।
র্যালীর মাধ্যমে মাহে রমজানের পবিত্রতা, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয় এবং ধর্মপ্রাণ মুসলমানদের যথাযথভাবে রমজানের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।