
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে “আহলান সাহলান” পবিত্র মাহে রমজান-১৪৪৬ হিজরী রমজানকে স্বাগত জানিয়ে র্যালি প্রদর্শন করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর আয়োজনে,
শনিবার (১ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এসময়ে অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও ইসলামি ফাউন্ডেশন সিরাজগঞ্জের অন্যান্য কর্মকর্তা, ইমাম, মুয়াজ্জিন, আলেম , মাদ্রাসা শিক্ষক -শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
এসময়ে উপস্থিত বক্তারা বলেন,
পবিত্র রমজান সিয়াম সাধনা ও পবিত্রার মাস তাই ‘আহলান সাহলান, মাহে রমজানের ‘দিনের বেলা পানাহার, বন্ধ করতে হবে’, ‘রমজানের পবিত্রতা, রক্ষা করতে হবে’, ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করে করতে হবে’
মাহে রজানের পবিত্রতা রক্ষায় আজকের এই র্যালি শুধুমাত্র কোনো আনুষ্ঠানিকতা নয় বরং এটি জানান দেওয়া হয় যে,পবিত্র মাহে রমজান মুসলমানেরা পালন করে ধর্মীয় পবিত্রতা বজায় রাখতে হবে ।