
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সিরাজগঞ্জের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসক ও প্রশাসনের টাস্কফোর্স টিম।
সোমবার (৩ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের কাঁচা বাজার, মাছ ও মাংসের বাজারসহ বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া ফুটপাতের দোকান উচ্ছেদে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, সিরাজগঞ্জ পুলিশ সুপার, মো. ফারুক হোসেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন, সদর উপজেলা সহকারী কমিশার ভূমি আফিফান নজমু, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির, সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, পৌর মেডিকেল অফিসার ডাঃ এ, কে,এম ফরহাদ হোসাইন, বড়বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, তারাজুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পৌরসভার অন্যান্য কর্মকর্তা, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
এ সময় জেলা প্রশাসক কাঁচা বাজার, মাছ বাজার, গরু ও মুরগির মাংসের বাজার পরিদর্শন করে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন তিনি। দোকানে মূল্য তালিকা সংরক্ষণ, পরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং বাজারের সার্বিক শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি না করার লক্ষ্যে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি রয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, রমজান মাসে কোনো ব্যবসায়ী যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে জন্য মনিটরিং করা হচ্ছে। প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স টিম বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় দোকানে মূল্য তালিকা রাখতে ব্যবসায়ীদের সতর্কবার্তা দেন তিনি।