
মোঃ মনিরুল ইসলামঃ
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্তর এলাকার উল্লাপাড়া বাসস্ট্যান্ড এর পাশে এক বাস চেকার ছিনতাইয়ের কবলে পড়েন৷এ সময় তার নিকট হতে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দূর্বৃত্তরা৷এ ঘটনায় মূহুর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে৷ছিনতাই কবলে পড়া ওই ব্যক্তি রাজশাহী-চাপাই থেকে ছেড়ে আসা সাথী এন্টারপ্রাইজ (যাত্রীবাহী)বাসের চেকার সাগর আহমেদ৷
জানা যায় বৃহস্পতিবার ৬ই(মার্চ)রাত ১২টার দিকে ওই বাস চেকার বাড়ী থেকে বাস চেক দেওয়ার উদ্দেশ্য হাটিকুমরুল গোলচত্তর এর উদ্দেশ্যে রওনা দেন৷রাস্তায় কোন অটোরিকশা না পেয়ে হাটা শুরু করেন৷হেটে হাটিকুমরুল গোলচত্তর এর প্রায় কাছাকাছি উল্লাপাড়া বাসস্ট্যান্ড পাশে ব্রিজের কাছে আসলে ২টি মোটর সাইকেলে থাকা ৬জন দুর্বৃত্ত তার পথ আটকিয়ে তার সাথে নানা রকমভাবে কথা বলার চেষ্টা করে৷একপর্যায়ে তার হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন৷এসময় এক দুর্বৃত্তের নিকট এ থাকা দেশিয় অস্ত্র মাটিতে পড়ে গেলে,ওই বাস চেকার তাদের ধাক্কা দিয়ে দৌড় দেন৷৩জন যাত্রীসহ একটি অটোরিকশা পেলে ওই অটোরিকশাতে উঠে পড়েন৷এসময় ওই দূর্বৃত্তরা মোটর সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যান৷
পরে হাটিকুমরুল গোলচত্তরে থাকা সলঙ্গা থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে পুলিশকে জানানো হলে তারা এলাকাটিতে খুজেও ওই দূর্বৃত্তদের খুজে পান নি৷
এদিকে এলাকাবাসী বলছেন রাত হলেই মহাসড়কে বেড়ে যায় ডাকাত আতঙ্ক৷মাঝে মাঝে এমন ছোটখাটো ঘটনা ঘটছে৷সামনে ঈদ এমন ঘটনা আরো ঘটার সম্ভবনা বেশি৷পুলিশের মহাসড়কে আরো নজরদারি বাড়ানো উচিত।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত)মনোজ কুমার জানান এ রকম ঘটনা সচারাচর ঘটে না এই জনবহুল এলাকায়৷ঈদ সামনে এমন অপ্রিতিকর ঘটনা যেনো না ঘটে সে দিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব৷
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউফ জানান-ঘটনার পর খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছিলো৷মহাসড়কে চলাচলকারী যানবাহনের বিশেষ করে যাত্রীবাহী পরিবহনের নিরাপত্তার নিশ্চিতকল্পে আমরা বিশেষ কার্যক্রম পরিচালনা করছি। রমজান উপলক্ষে রাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে।