
মোঃ হোসেন আলী ( ছোট্ট) অধিকার, সমতা, ক্ষমতায়ন নারীও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিভিন্ন ৮ টি কমিউনিটি সদস্যদেরকে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০২৫ উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ০৯ মার্চ) সকাল ১১ টায় মিটিং রুম,ব্র্যাক রিজিওনাল অফিস, সিরাজগঞ্জে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম,সিরাজগঞ্জের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে পাওয়ার প্রেজিন্টেশন উপস্থাপন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপর দিকনির্দেশনা মূলক তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত বলেন,নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য। নারীদের আরো এগিয়ে নিতে তাদের প্রতিহিংসা বিদ্বেষ কমিয়ে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের নৈতিক দিকগুলোর দিকে খেয়াল করতে হবে। আমাদের সকলের উচিৎ পারিবারিক শিক্ষা গ্রহণ করা। সমাজে তোমার দারা কোন ক্ষতি যেন না হয়। আমাদের সকলেকে খেয়াল করতে হবে যে আপনার সন্তান কি করে কোথায় যায়, কার সাথে মেশে এদিকে খেয়াল করতে হবে। সমাজে ইভটিজিং বন্ধ করতে হবে। আমাদের নৈতিক বোধ জাগরতো করতে হবে। নারীদের প্রতি সন্মান করতে হবে। আমাদের দেশে বিশেষ করে লক্ষ করা যায় যে জনসংখ্যার হার বেশি।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন,
মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ, সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস শাহ আলম, ব্র্যাক জিজেডি আর এম সিরাজগঞ্জ মোঃ খালেকুজ্জামান, প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ মিরাজ সহ প্রমুখ।