
মোঃ মনিরুল ইসলামঃ
সিরাজগঞ্জে স্কুলছাত্রকে অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশিদাকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা৷রোববার (৯ মার্চ) রাতে সিরাজগঞ্জ র্যাব-১২’র সদরদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়৷
শনিবার (৮ মার্চ) রাতে ঢাকা জেলার ধামরাই থানার জয়পুরা এলাকায় সিরাজগঞ্জ র্যাব-১২’র সদর কোম্পানি, ও র্যাব-৪’র সিপিসি-২’র যৌথ অভিযানে রাশিদা আটক হন ৷আটকৃত রাশিদা বেগম সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পশ্চিম বাঐতারা গ্রামের আলী আকবরের স্ত্রী।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ৩০ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরমান শেখ (১০)কে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন রাশিদা বেগম।
পরে কয়েকবার অপহরণকারীদের কাছে টাকাও পাঠানো হয়।এঘটনায় মামলা দায়ের করা হলে ২০২৪ সালের ১ মার্চ আদালত রাশিদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।এর পর থেকে রাশিদা বেগম পরিচয় গোপন করে দেশের বিভিন্ন আত্মগোপনে থাকেন।