
সোহান সেখ :
সিরাজগঞ্জ: পবিত্র রমজান মাস উপলক্ষে দ্যা রেড জুলাই সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৪ শতাধিক রোজাদারের মাঝে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ বাজার স্টেশনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্যা রেড জুলাই সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক: মুনতাসির মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক: মো. আসিক, আমিনুর রহমান আমির, সদস্য সচিব: ইমরান হাসান, আশিক তালুকদার, সুমন হোসেন, মুখপাত্র: রাজিতা ভূঁইয়া রাজিতা, সহ-মুখপাত্র: শেখ তাজ, মুখ্য সংগঠক: আমানুল্লাহ আসিফ রিম, সংগঠক: সালমান জোয়ারদার, মুশফিক প্রমুখ।
উল্লেখ্য, দি রেড জুলাই একটি সমাজসেবামূলক সংগঠন, যা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সংগঠনটি সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।