রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.শরীফুল ইসলাম
সলঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
রায়গঞ্জে সাংবাদিকের উপরে হামলা,এক মাসেও গ্রেফতার হয়নি কেউ 
রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁয় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় দু’জন আটক
সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ১টি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাইদুর রহমান বাচ্চুর
তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
কাঁদলেন ও কাঁদালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা রঞ্জন,অভিযোগ প্রমাণের দাবি

নারীর উপর সহিংসতার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের উপর সাম্প্রতিক যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজও দেশব্যাপী রাজপথে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার মাগুরায় আট বছর বয়সী এক শিশু কন্যার উপর নৃশংস হামলা এবং সাম্প্রতিক সময়ে নারীর উপর যৌন নির্যাতনের খবরে ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন ছাত্রদল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ফেনী সরকারি কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের আইন অনুসারে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছে তারা।

ফেনীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল জেলা শাখার নেতা কাজী নজরুল ইসলাম দুলাল, জাকের হোসেন রিয়াদ, সাইফুল ইসলাম জিকু, জিয়াউদ্দিন, জিল্লুর রহমান, গিয়াস উদ্দিন স্বপন, জাহেদুল আবেদীন সাগর এবং সাইফুল ইসলাম বাবুল।

এছাড়াও ঝিনাইদহ কলেজের সামনে একটি মানববন্ধন আয়োজন করে ছাত্রদল। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অপরাধ দমনে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মুশফিকুর রহমান মানিক, শাহরিয়ার রাসেল এবং সাকিব হোসেন। 

ঝিনাইদহে কেসি কলেজ পায়রা চত্তরের সামনেও ছাত্রদল একটি মানববন্ধনের আয়োজন করে। যেখানে ছাত্রদল জেলা শাখার সভাপতি সামিনুজ্জামান সামিন এবং সহ-সভাপতি ইমরান হোসেনসহ অন্যান্যরা মানববন্ধনে অংশ নেন।

দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাভারে শিক্ষার্থী ও জনতা প্রতিবাদ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করে।

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল শহীদ মারুফ চত্বরে একটি পথসভার আয়োজন করে। 

এছাড়াও, সাভার প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক পার্টি একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। তারা ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

যশোরে জেলা মহিলা দল যশোর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, মহিলা দলের নেত্রী রাফাত আরা ডলি, নাহিদ আক্তার, সেলিনা পারভিন শেলী এবং সাবিহা সুলতানা বিক্ষোভ ও মানবন্ধনে যোগ দেন।

বাগেরহাটে কচুয়া উপজেলা শাখা ছাত্রদল এবং কচুয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল যৌথভাবে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে।

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে  বিক্ষোভ সমাবেশ করে। নারী ও শিশুদের জীবন ও চলাচলকে বিপন্ন করে তোলা অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় তারা।

দেশের আইন-শৃংখলার অবনতি ও নারী ও শিশুদের ধর্ষণের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে সিরাজগঞ্জ জেলার সাধারণ শিক্ষার্থীরা। The Red July অরাজনৈতিক আহত ও শহীদ পরিবারদের নিয়ে কাজ করা প্লাটফর্ম থেকে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানায় ধর্ষকদের বিরুদ্ধে। 

এসময় শিক্ষার্থীরা বলেন-হযরত খাদিজা (রা)থেকে আমরা শিক্ষা নিয়েছি রাষ্ট্র গঠনে কিভাবে নারী সমাজ আমাদেরকে সহযোগিতা করতে পারে। রোকেয়া বেগমের কাছ থেকে আমরা শিখেছি নারীদের অগ্রযাত্রা ও সমাজ বিনির্মাণে তাদের সৃজনশীলতা গুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি। নোবেল বিজয়ী মাদার তেরেসা থেকে আমরা দেখেছি মানব সেবায় আত্মনিয়োজিত কিভাবে থাকে এই নারী সমাজ।আমরা সকলেই জানি পৃথিবীতে যাহা কিছু মহান অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। তাই আমরা আমাদের বোনদের পাশে থাকবো। ধর্ষকদের ঠিকানা এই বাংলায় আর কখনোই হবে না ইনশাআল্লাহ। ধর্ষকদের প্রকাশ্যে মৃ ত্যুদণ্ড প্রদান করতে হবে। এটি আমাদের মূল অঙ্গীকার। আগামীতেও নারী অধিকার নিশ্চিত করুন ও সমাজের সকলের অধিকার নিশ্চিতকরণে আমরা সিরাজগঞ্জের সকল সাধারণ শিক্ষার্থী থাকবো ঐক্যবদ্ধ ও বদ্ধপরিকর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০