
মোঃ হোসেন আলী ( ছোট্ট) ঃ সিরাজগঞ্জে জেলা স্কাউটের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও দায়িত্ব বন্টন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১১ মার্চ) বিকেলে পৌর শহরের পুরতন পোস্ট অফিস রোডস্থ জেলা স্কাউট ভবণের ( দ্বিতীয়তলায়) জেলা স্কাউটসের আয়োজনে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস, এডহক কমিটির সাবেক সদস্য সচিব ও সিরাজগঞ্জ পাবনা সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দিন,
এসময়ে নবাগত কমিশনার মোঃ সাজেদুল ইসলাম ও সম্পাদক মোঃ রফিকুল ইসলাম দেরকে নিজ হাতে দায়িত্ব বুঝেদেন বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তর কর্তৃক মনোনীত লিডার ট্রেইনার সাবেক প্রতিনিধি সরকার ছানোয়ার হোসেন (এলটি), জেলা সাবেক কাব লিডার মোঃ আইউব, সাবেক কমিশনার মোঃ শামীম আহমেদ, সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট), ও রোভার পারভেজ, আশিকুর রহমান জীম,প্রমুখ।