রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.শরীফুল ইসলাম
সলঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
রায়গঞ্জে সাংবাদিকের উপরে হামলা,এক মাসেও গ্রেফতার হয়নি কেউ 
রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁয় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় দু’জন আটক
সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ১টি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাইদুর রহমান বাচ্চুর
তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
কাঁদলেন ও কাঁদালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা রঞ্জন,অভিযোগ প্রমাণের দাবি

কান্দাপাড়ায় শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী বোরহান ও আমিনুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সেনাবাহিনী ও পুলিশ বরাবর চিঠি লিখলেন এ্যাসিল্যান্ড

আলী আশরাফ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর ক্যাম্প এর ক্যাপ্টেন ও সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বরাবর শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী বোরহান তালুকদার ও আমিনুল এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য চিঠি লিখেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আফিফান নজমু।

গত (৫ মার্চ ২০২৫ইং) তারিখে উপজেলা ভূমি অফিস, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ অফিসিয়াল পেজে এই চিঠিটি লিখেন।

চিঠি থেকে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত হাতেম আলী তালুকদার এর পুত্র আনোয়ার হোসেন কালিয়া চৌধুরী মৌজায় তার নিজস্ব পৈত্রিক মালুকানাধীন ১.৪০ ভুমিতে একটি পুকুর আছে। সেটি ৩ বছরের জন্য লীজ প্রদান করে ভোগ দখলে আছেন। পুকুরটিতে মাছ চাষ করা অবস্থায় কালিয়া গ্রামের মৃত সোহরাব তালুকদার এর পুত্র বোরহান তালুকদার ও মো: জামাল সেখ এর পুত্র আমিনুল ইসলাম পুকুরটিতে দিনে দুপুরে নেট জাল নামিয়ে মাছ মেরে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে।
পুকুর দখল ও মাছ ধরা বিষয়ে গত ৬ জানুয়ারী ২০২৫ইং তারিখে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত হাতেম আলী তালুকদার এর পুত্র আনোয়ার হোসেন একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগটি তদন্ত করার জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক, সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আফিফান নজমু কে দায়িত্ব প্রদান করেন।

অভিযোগের আলোকে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আফিফান নজমু গত ২০ জানুয়ারী ২০২৫ইং তারিখে শুনানীর দিন ধার্য্য করেন। শুনানীর দিন বোরহান তালুকদার ও আমিনুল উপস্থিত হননি।
বোরহান তালুকদার ও আমিনুল এর এহেন কর্মকান্ডে আবেদনকারী আনোয়ার হোসেন আর্থিক ক্ষতিগ্রস্ত ও এলাকায় মারাত্মকভাবে শান্তিশৃঙ্খলা বিনষ্ট হচ্ছে উল্লেখ করে সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় সিরাজগঞ্জ সদর ক্যাম্প এর ক্যাপ্টেন ও সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বরাবর শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী বোরহান তালুকদার ও আমিনুল এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য চিঠি লিখেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি)।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার বৃহত্তর হাট কালিয়া কান্দাপাড়া হাট। এই হাট থেকে প্রতি সপ্তাহে প্রায় ৩ লাখ টাকা রাজস্ব আদায় করে ইজারাদার। ৫ আগস্টের পর ইজারাদার আওয়ামী সমর্থিত ইজারাদার আক্তার মন্ডলকে মারধর করে হাট থেকে বের করে দেয় রেজা তালুকদার ও তার ভাই বোরহান তালুকদার। ৫ আগস্ট ২০২৪ইং তারিখ থেকে ইজারাদার আক্তার মন্ডল পলাতক থাকায় কান্দাপাড়া হাট দখল করে রাজস্ব আদায়ের নামে প্রতি সপ্তাহে প্রায় ৩লাখ টাকা চাঁদা উত্তোলন করছে রেজা ও বোরহান তালুকদার।

আসন্ন পহেলা বৈশাখ থেকে কান্দাপাড়া হাট সরকার কর্তৃক ইজারা প্রদান করেছে। সরকারি সকল নিয়ম কানুন ও নির্দিষ্ট পরিমান রাজস্ব দিয়ে কান্দাপাড়া ইজারা গ্রহন করেছেন আব্দুস সালাম মেম্বার।
আব্দুস সালাম মেম্বার ইজারাদার হওয়ায় আসন্ন পহেলা বৈশাখ থেকে কান্দাপাড়া হাট থেকে প্রতি সপ্তাহে রাজস্ব আদায়ের নামে ৩ লাখ টাকা চাঁদা উঠাতে পারবে না মর্মেই ক্ষিপ্ত হতে থাকে রেজা ও বোরহান তালুকদার। প্রতি সপ্তাহে ৩ লাখ টাকা চাদা হারিয়ে ফেলছে মর্মেই ইজারাদার ও তার সহযোগীদের হত্যা করার উদ্দেশ্য প্রতিনিয়ত পরিকল্পনা করতে থাকে রেজা ও বোরহান।
এরই ধারাবাহিকতায় রোববার  (৯ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে  সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া হাট এলাকায় ইজারাদার এর ব্যবসায়িক পার্টনার কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়াকে  মারপিট করে হাত পা ভেঙ্গে দেন রেজা ও বোরহান গং।  

দুই ভাইয়ের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ ও সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র নির্দেশিত হয়ে সহ দপ্তর সম্পাদক শেখ মো: এনামুল হক স্বাক্ষরিত একটি পত্রে রেজা মেম্বার ও তার ভাই বোরহান উদ্দিনকে বিএনপির সকল পদ থেকে অব্যাহতি দিয়েছেন। পত্রে আরো উল্লেখ করেন যে, রেজা মেম্বার ও বোরহান উদ্দিন এর কোন সন্ত্রাসী কর্মকান্ড জেলা বিএনপি দায়ভার নিবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০