
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে রাস্তার ড্রেন নির্মাণ কাজের সময় বাড়ির ওয়াল ধ্বসে পড়ে দুই শ্রমিক নিহত হন । এ দূর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরো দুই জন।
শনিবার (১৫ মার্চ) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের সাহেদ নগর (ব্যাপারীপাড়া) মহল্লার শাহজাহান আলীর বাসার দেয়াল ধ্বসে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কমল চন্দ্র দাস (৩৫) পিতার নাম- পঞ্চদাস,সদর উপজেলার বহুলী ইউনিয়নের বহুলী গ্রামে বাড়ি অপরজনের নিহত শ্রমিকের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র জানান, সকাল থেকেই পৌরসভার ড্রেন শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ পাশের একটি বাড়ির দেয়াল ধ্বসে এই মৃত্যুর ঘটনা ঘটে ।