
মোঃ সোহান সেখ:
সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত এ্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশন সম্পর্কে কিছু বিভ্রান্তিকর ও একপাক্ষিক অভিযোগ উঠে আসার পর জেলা প্রশাসনের একটি দল প্রাথমিক তদন্ত পরিচালনা করেছে।
সোমবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন-এর নেতৃত্বে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)-এর উপ-মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান খান এবং অন্যান্য কর্মকর্তারা এ্যালবাট্রস ফিলিং স্টেশনে আসেন। প্রাথমিক পর্যায়ে তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কিছু অভিযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
এ্যালবাট্রস এনার্জীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। গ্যাস সরবরাহ ও অন্যান্য সেবায় গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। কিন্তু সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।
এ বিষয়ে পিজিসিএল-এর উপ-মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান খান বলেন, আমরা অভিযোগের সত্যতা যাচাই করতে এসেছি। প্রাথমিকভাবে কোনো বড় ধরনের অনিয়ম পাওয়া যায়নি। তবে ডিসপেন্সারের কার্যকারিতা আরও ভালোভাবে যাচাই করা হবে।
এদিকে, এ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সবসময় সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করি এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করি।
অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার আগেই একতরফাভাবে অপপ্রচার করা অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা জানান, এ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে এবং কোনো অনিয়মের প্রশ্নই ওঠে না।
তদন্তের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে এ্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।