
ঢাকা : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিনী অলিফা আকতার কান্তা ইসলামের মৃত্যু সংবাদে ইউনাইটেড হাসপাতালে ছুটে যান বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি এ সময় নজরুল ইসলাম খানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় এডভোকেট রুহুল কবির রিজভী সাথে ছিলেন।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিনী অলিফা আকতার কান্তা ইসলাম আজ ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার বাদ জোহর বনানী ডিওএইচএস মসজিদে জানাজা শেষে মিরপুরে শ্বশুর-শাশুড়ির কবরের পাশে তাকে দাফন করা হবে।