
মোঃ হোসেন আলী ( ছোট্ট): সিরাজগঞ্জে মানবিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে ফেসবুক বন্ধুদের অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৩ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন সিরাজগঞ্জে মানবিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে এক শতাধিক অসহায়দের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “সুখ পাখি” প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মোঃ রজব আলী। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,। এসময়ে উপস্থিত ছিলেন মানবিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইমন, সুখ পাখি” প্রতিষ্ঠাতা স-হ-প্রতিষ্ঠাতা সদস্য রাসেল রহমান, শিকড় এর প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান নূরে এলাহী, কৃষি পরিবার সিরাজগঞ্জের এডমিন মোঃ সাইফুল ইসলাম, স্মার্ট ভয়েজ প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আসলাম উদ্দীন, সহ সকল স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঃ মানবিক ফাউন্ডেশন সিরাজগঞ্জে সংগঠনটি তারা মূলত মসজিদ ও মাদ্রাসার ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজ বিনামূল্যে করে থাকে