
নাবিউর রহমান চয়ন,কাজিপুর প্রতিনিধি:- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা শহীদ বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে আন্দোলন সংগ্রাম গুম, খুন শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে কাজিপুর উপজেলা শাখা জিয়ামঞ্চের আয়োজনে গান্ধাইল ইউনিয়নের দুবলাই পশ্চিমপাড়ায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুর উপজেলা জিয়ামঞ্চের আহ্বায়ক আবু সায়েম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জিয়ামঞ্চের সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জিয়ামঞ্চের যুগ্ম আহবায়ক আবু সাইদ সরকার, ভারপ্রাপ্ত যুগ্ম আহবায়ক ময়ান উদ্দিন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহসিন, কাজিপুর উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব শাহিন আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু, গান্ধাইল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, হারুনুর রশিদ দিপু, জিয়া মঞ্চের কাজিপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য সচিব আবদুল আলিম, সদস্য রাসেল, বেল্লাল হোসেন রনি, আশাদুল ইসলাম প্রমুখ।