
নিজস্ব প্রতিবেদকঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার।
আজ বুধবার (২৬ মার্চ ২০২৫ খ্রি.)সকালে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশ কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫’’ পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মো: ফারুক হোসেন মহোদয়। পুষ্পস্তবক অর্পণ শেষে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।