
সাইদুল ইসলাম আবির:
সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল সুষ্ঠু ও সুন্দর ভাবে বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রিঃ) সকাল ৯ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে ১০ কেজি করে ২ হাজার ৩’শ ১৭ পরিবারে মাঝে এ চাল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়নের প্রশাসক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, ইউনিয়ন প্রসাশনিক কর্মকর্তা মো. এমদাদুল হক, ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি অফিসার সেলিম রেজা প্রমুখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ, ছাত্র প্রতিনিধি, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।