রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.শরীফুল ইসলাম
সলঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
রায়গঞ্জে সাংবাদিকের উপরে হামলা,এক মাসেও গ্রেফতার হয়নি কেউ 
রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁয় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় দু’জন আটক
সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ১টি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাইদুর রহমান বাচ্চুর
তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
কাঁদলেন ও কাঁদালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা রঞ্জন,অভিযোগ প্রমাণের দাবি

মেয়র হিসেবে শপথ নেব কি না এটা দলীয় সিদ্ধান্ত : ইশরাক

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালতের ঘোষণার প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘আদালতকে সম্মান জানাই, তবে মেয়র হিসেবে শপথ নেব কি না এটা দলীয় সিদ্ধান্ত।’

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইশরাক হোসেন সাংবাদিকদের আজ এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি। এটাই আজকের বড় বিষয়। মেয়র হিসেবে শপথ নেব কি না সেটি আমাদের দলীয় সিদ্ধান্ত। দল সিদ্ধান্ত নিবে। কারণ আমি দলের প্রার্থী ছিলাম। দল যেভাবে নির্দেশনা দিবে সেভাবে কাজ করে যাব।

বিএনপি’র এই নেতা বলেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়। ওই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। আজ আদালতে যথাযথ রায়ের মাধ্যমে আমাকে মেয়র হিসেবে ঘোষণা করে এবং ফজলে নূর তাপসের গেজেট বাতিল করে।

তিনি বলেন, আমাদেরকে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়। পোস্টার ছিঁড়ে ফেলা হয়, মাইক ভেঙ্গে ফেলা হয়। আমার উপর মিছিলে হামলাও করা হয়। বহু নেতাকর্মীকে মেরে রক্তাক্ত করা হয়। আমি তখন থেকেই নির্বাচন কমিশনে অভিযোগ করে আসছি।

ইঞ্জিনিয়ার ইশরাক আরো বলেন, সর্বশেষ নির্বাচনের দিন সাড়ে ৯টা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা হয়নি । পরে দুই ঘণ্টা ভোট চলে আবার বন্ধ করে দেওয়া হয়। ওই সময়েও আমি যে ভোট পেয়েছিলাম, তার চেয়েও বেশি ভোট দেখানোর জন্য দিনব্যাপী তারা কারচুপি করে। এসব বিষয় নিয়ে আমি আদালতে মামলা করেছিলাম। সকল নথি পত্র দাখিল করেছি। আদালত আজ রায় ঘোষণা করলেন।

এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে মন্তব্য করে ইশরাক বলেন, আমি বলতে চাই এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। সামনে ন্যায় বিচারের ধারা আবার ফিরে আসুক। সর্বস্তরের সব মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের মূল লক্ষ্য।

নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ধ্বংস করার যে চক্রান্ত হয়েছিল, ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছিল, সাংবিধানিক পদে যারা ছিল তার এর দায় এড়াতে পারে না। কারণ সাংবিধানিকভাবে তার সম্পূর্ণ স্বাধীন ক্ষমতা দেওয়া হয়েছিল। কিন্তু হুদা কমিশন, রকিব কমিশন ও সর্বশেষ আউয়াল কমিশন সেটা ব্যর্থ হয়েছে। তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করা উচিত বলে আমি মনে করি।

এসময় বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন ঢাকার একটি আদালত।

আদেশে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন আদালত।

আজ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

ইশরাক হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০