
মোঃ হোসেন আলী ( ছোট্ট) ঃ ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ কর্তৃক পবিত্র শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ মার্চ) বাদ এশা সিরাজগঞ্জ পৌর শহরের খান সাহেবের মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, পবিত্র শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে পবিত্র শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য মূলক বক্তব্য রাখেন জেলা মডেল মসজিদ, সিরাজগঞ্জের হাফেজ মাওলানা তরিকুল ইসলাম,। এসময়ে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে দেশের শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ, সিরাজগঞ্জের হাফেজ মাওলানা তরিকুল ইসলাম,।