
মোঃ হোসেন আলী ( ছোট্ট) পবিত্র মাহে রমজান উপলক্ষে তারেক জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‘র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৮ মার্চ) বিকেলে পৌর শহরের সিরাজগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে তারেক জিয়া পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তারেক জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ- সভাপতি জুবায়ের আজিম। অনুষ্ঠানে সন্চালনা করেন তারেক জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিবলী সাদিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র মাহে রমজানের উপর তাৎপর্য মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি সিরাজগঞ্জ-(১) কাজিপুর আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা বলেন,
দীর্ঘ দিনের আন্দোলন-সংগ্রামের পর ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। মানুষ দীর্ঘদিন থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য প্রতীক্ষায় রয়েছে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে তারেক জিয়া পরিষদের ভূমিকা থাকতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য আপনাদের অত্যান্ত নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বেগম জিয়া দেশের জন্য দীর্ঘদিন কারাভোগ করেছেন। তবুও তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে চিকিৎসাধীন থাকার পরও অত্যন্ত বিচক্ষণতার সহিত দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন
এসময়ে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন মাহমুদ তালুকদার,সহ- সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব সেখ, তারেক জিয়া পরিষদ সিরাজগঞ্জ সদর উপজেলা আহবায়ক জুবায়েদ ইসলাম লিমন, উল্লাপাড়া উপজেলা আহবায়ক মোঃ আনোয়ার হোসেন,
এছাড়াও তারেক জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার বিভিন্ন উপজেলার সভাপতি, ও সাধারণ সম্পাদকগণ ও নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে রুহের ও মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমামও খতিব মুফতি মোঃ রুহুল আমীন সিরাজী সাহেব।