
মোঃ মামুন সেখ,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার পৌরসভার চৌরাস্তা মোড়ে ও বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামে একটি অলাভজনক অরাজনৈতিক সামাজিক সহায়তা সংস্থা শিকড়ের বন্ধন এর আয়োজনে দুই শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ বাজার খাদ্য সামগ্রী তেল, চিনি, লাচ্ছা ,পোলার, দুধ, চাউল, ডাউল, মসলা, সাবান, বাদাম, কিসমিস ইত্যাদি বিতরণ করা হয়।
শুক্রবার ( ২৮ মার্চ) সকাল ৯ টায় পৌরসভার চৌরাস্তা মোড়ে এবং শনিবার ( ২৯ মার্চ) সকালে ইউনিয়নের ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব রায়হান হোসেন খান সুমন, হেড অব অডিট, জিসান গ্রুপ।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল আলম খান সহ এলাকার গম্যমান ব্যক্তিবর্গ।
এসময়ে শিকড়ের বন্ধন এর কর্মকর্তা,মোঃ রহুল আমিন খান,মোঃ রাশিদুল হাসান বাবু,মোঃ রেজাউল করিম জামিল,মোঃ জহুরুল ইসলাম,আলম খান, ইব্রাহিম হোসেন, পারভেজ হোসেন , সাকিব,শুভ, সিয়াম, শরীফ,ইমন, আকিক,আলমগীর,শিশির, সুমন, সোহান রাকিব, ধ্রব, রতন, মোস্তাকিন সহ অন্যরা উপস্থিত ছিলেন।