রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.শরীফুল ইসলাম
সলঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
রায়গঞ্জে সাংবাদিকের উপরে হামলা,এক মাসেও গ্রেফতার হয়নি কেউ 
রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁয় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় দু’জন আটক
সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ১টি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাইদুর রহমান বাচ্চুর
তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
কাঁদলেন ও কাঁদালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা রঞ্জন,অভিযোগ প্রমাণের দাবি

এই সেই চারুলতা ফ্যাশন-যেখানে আ’লীগ সন্ত্রাসীদের হামলায় অবরুদ্ধ হয়েছিলেন রুমানা মাহমুদ,পাপিয়া, সাইদুর রহমান বাচ্চু ও খান হাসান

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ

এই সেই চারুলতা ফ্যাশন-যেখানে পতিত আওয়ামী সরকারের লেলিয়ে দেওয়া ছাত্রলী,যুবলীগের সন্ত্রাসী বাহিনীর হামলার কারণে অবরুদ্ধ হয়েছিলেন রুমানা মাহমুদ, পাপিয়া, সাইদুর রহমান বাচ্চু ও হারুন অর রশিদ খান হাসান।

জানা যায় ২০২২ সনের ১৮ নভেম্বর।  সেইদিন বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে কামারখন্দ উপজেলায় লিফলেট বিতরণ করতে আসেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী  আসিফা আশরাফী পাপিয়া ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।  

জামতৈল স্টেশনের পশ্চিম পাশ্ববর্তী বাজার এলাকায় লিফলেট বিতরণ করার সময় পুলিশের ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করলে জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।  কেন্দ্রীয় নেত্রী পাপিয়া আপাসহ আরও অনেকে আহত হন।

মৃত্যুঞ্জয়ী নেত্রী রুমানা মাহমুদ ও পাপিয়া আপাকে উদ্ধার করে বাজারের ” মেসার্স চারুলতা ফ্যাশনের ” ভিতরে আশ্রয় নিলে নিরাপত্তার জন্য দোকানটির মালিক-কর্মচারীরা দোকানের সাটার নামিয়ে দেন। এসময়  দোকানের ভিতর  আরও আশ্রয় নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু  ও যুগ্ম সাধারণ সম্পাদক মিডিয়া সেলের আহবায়ক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান।

জয় বাংলা শ্লোগান দিয়ে আগুন লাগিয়ে দেয়  আগুন লাগিয়ে  বলে দোকানের সাঁটারে আঘাত করতে থাকে হামলাকারীরা।  

পরে সিরাজগঞ্জ ও কামারখন্দ বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পিছু হটে যায় এবং অবরুদ্ধ আহত রুমানা মাহমুদ সহ অন্যদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। সেদিন আওয়ামীলীগের সেই পেটুয়া পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র প্রতিরোধে ত্রিমুখে সংঘর্ষে বিএনপির অনেক নেতাকর্মী আহত।

শনিবার (২৮ মার্চ ২০২৫ খ্রিঃ) প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে কামারখন্দ উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সমাপ্ত করে মাগরিবের নামাজ পড়ে আসার পথে কামারখন্দ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজকে সাথে নিয়ে চারুলতা  ফ্যাশানে যেয়ে দোকানটির মালিক কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে সেই ভয়াল দিনের স্মৃতিচারণ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিডিয়া সেলের আহবায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান। 

এসময় চারুলতা ফাশনের মালিক কর্মচারীরা জানান,সেদিন যদি দোকানে আওয়ামী লীগের হামলাকারী সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দিতে পারতো,তাহলে দোকানের ভিতর সবাই ভস্মীভূত হয়ে মৃত্যুবরণ করতো। মহান আল্লাহতালা হেফাজত করেছিলেন।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে সবাই আছে নেই শুধু পতিত স্বৈরাচার শেখ হাসিনার সেই সন্ত্রাসীবাহিনী।তারা আজ সত্যের মুখোমুখি না দাড়িয়ে তাদের নেত্রীর পখ অনুসরণ করে পালিয়ে বেড়াচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০