
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কৃতিসন্তান একসময়ের সুনামখ্যাত গীতিকার হাসান আনোয়ার তিনি দীর্ঘ ধরে অসুস্থ অর্থের সংকটে তেমন চিকিৎসা করতে পারছিলেন না।
তাই রোগ নিয়েই খুবই কষ্টে অসুস্থ অবস্থায় নীরবে নিভৃতে বাড়িতে দিন-রাত পার করছেন । এবং এক সময়ের আরেক সুনামখ্যাত রাজশাহী বেতার শিল্পী মৃত প্রদীপ কুমার এর পরিবার আর্থিক অভাব অনটনে মধ্যে চলছে।
এমন অবস্থা দেখে ” ইডিপি কালচারাল কমিউনিটি”র পক্ষ থেকে দুই পরিবারকে নগদ ১০হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। গত শুক্রবার উক্ত সহায়তা প্রদানকালে, ইডিপি কালচারাল কমিউনিটির সভাপতি আমিনুল ইসলাম,সহ-সভাপতি হীরা, সাধারণ সম্পাদক, আবু জাফর খান এবং বিশিষ্ট সংগীত শিল্পী ও বাদক ভরত চন্দ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।