
নজরুল ইসলামঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা যুবদলের সহ সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, ইঞ্জিনিয়ার মো. আব্দুল মমিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি মুসলিম উম্মাহর জন্য এক আনন্দঘন মুহূর্ত। ঈদ সব ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়।
তিনি আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা দেশ ও জাতির কল্যাণ কামনা করছি।
তিনি সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল ফিতরের এই পবিত্র দিনে আমরা যেন একে অপরের প্রতি সহমর্মী হই এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখি। এছাড়া তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।