
নাবিউর রহমান চয়ন,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধানের শীষের দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার নিজস্ব অর্থায়নে একহাজার ঈদ বস্ত্র পেল কাজিপুরের বিভিন্ন ইউনিয়ন গ্রামের গরীব অসহায় মানুষ।
রবিবার (৩০শে মার্চ) কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নে তার নিজ বাড়িতে একহাজার গরীব অসহায় বৃদ্ধ মানুষদের মাঝে তিনি পাঁচশত শাড়ি ও পাঁচশত লুঙ্গি তুলে দেন।
সেলিম রেজা জানান, আমরা বিএনপি পরিবার অসহায় মানুষের পাশে সুখে দুঃখে আছি সর্বদা। আমরা তাদের দোয়া ও ভালবাসা চাই এর থেকে কিছু বেশি চাওয়ার নেই। আমার এলাকায় অনেক অসহায় মানুষই ঈদে নতুন জামা কাপড় কিনতে পারেনা। তাদের জন্যই আমার এই উদ্যোগ।