
নাবিউর রহমান চয়ন,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর সিংড়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম’সহ কয়েকজন শিক্ষক সংবাদ সম্মেলন করেছেন।
আজ রবিবার( ৩০ মার্চ) সকাল ১০ টায় আলমপুর চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বলেন, ২৯ মার্চ সোশ্যাল মিডিয়া ও ফেসবুক পেইজে কাজিপুর উপজেলার সাবেক মেয়র ও উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম রাজনীতিক ইস্যু হিসেবে আমি সহ আমাদের শিক্ষকদের নানাবিদ ভয়-ভীতিও মামলার ভয় দেখিয়ে আমি’সহ আমাদের কতিপয় শিক্ষকদের নিকট হতে টাকা পয়সা নিয়েছে বলে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।
বিএনপি নেতা সালাম সাহেব কর্তৃক আর্থিক লেনদেন দূরে থাক আমরা কখনই রাজনৈতিক ভাবে হেনস্থার শিকার হয়নি বা এখনো হচ্ছি না। প্রকাশিত সংবাদে সাংবাদিকদের মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে যা মানহানি কর বিষয় আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
ধন্যবাদান্তে, মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক চরশিংড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিপুর সিরাজগঞ্জ।