
মোঃ হোসেন আলী ( ছোট্ট) সকাল থেকেই আছে সূর্যের চোখ রাঙানি। তাপদাহ জনজীবনে কিছুটা অস্বস্ত্বিও এনেছে। কিন্তু তাতে কী, বছর ঘুরে আসা ঈদুল ফিতরের আনন্দ তাতে বাধা হতে পারে না একটুও! তাই ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকেই বিনোদন কেন্দ্রগুলোতে সৃষ্টি হয়েছে উপচে পড়া ভিড়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম বিশ্বের এই উৎসবের দিনে জনবহুল উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা ঈদের ছুটি মানে ভিন্ন চিত্র। প্রিয়জনের সাথে ঈদ করতে অনেকে প্রিয় কর্মস্থল ছেঁড়ে মা বা এবং ভাই বোনদের সাথে ঈদ করতে এসেছে নিজ বাড়ীতে। ঈদগাহ মাঠে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষ করে। ছেলে মেয়ে ও পরিবারদেরকে নিয়ে শহরে আনন্দ ভ্রমণের অন্যতম জায়গা যমুনা নদীর তীঁরে পৌর শিশু পার্কে ও ক্রসবার ৩ চায়না বাঁধে এই বিনোদন কেন্দ্রগুলোতে। তাই তীব্র গরম উপেক্ষা করেই । আনন্দে উদ্বেল সকলে, বিশেষ শিশু-কিশোরদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।প্রতিবছর ঈদের সময় আশপাশের কয়েকটি ইউনিয়ন ও গ্রাম কিংবা দূর-দূরান্ত থেকেও মানুষ ছুটে আসেন এ বিনোদন কেন্দ্রে এবারও এর ব্যতিক্রম হয়নি।