
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন থেকে কড্ডার মোড় হয়ে যমুনা সেতুর পশ্চিম পাড় এবং উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসআই এন্টারপ্রাইজ,অভি এন্টারপ্রাইজ, জেনিন সার্ভিস ও সেবা লাইন সহ মোট চারটি প্রতিষ্ঠানকে ৩৯০০০/-(উনচল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ) সকালে পরিবহন কর্তৃপক্ষ সড়কে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়, নির্ধারিত স্থানে যাত্রী ওঠা-নামা না করানো এবং ফিটনেসহীন গাড়ি চলাচলের অভিযোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে এসআই এন্টারপ্রাইজ, সেবা লাইন, জেনিন সার্ভিস ও অভি এন্টারপ্রাইজের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।
এ সময় হাইওয়েতে চলাচলরত সিএনজি ও থ্রি-হুইলার চালকদের সতর্ক করা হয় এবং আইন অনুসারে চলাচলের নির্দেশনা দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, সড়কে নিরাপত্তা, যাত্রীসেবা ও নির্ধারিত নিয়ম মানতে বাধ্য করতে নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।