
সাইদুল ইসলাম আবির,রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার প্রতিষ্ঠানটির উপজেলার ভুঁইয়াগাতী বাজার কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফুলজোড় ইংলিশ একাডেমির পরিচালক একরামুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ড. গোলাম মোস্তফা, সোহেল রানা, সাইদুল ইসলাম আবির, আমিনুল ইসলাম হিরোসহ বিদায়ী শিক্ষার্থী বৃন্দ।
বিদায়ী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত থাকতে এবং বাল্য বিবাহ রোধ করতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান বক্তারা।