
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
ভিডব্লিউবি প্রকল্পের আওতায় দুই বছর মেয়াদী ৩০ কেজি চাল বিনা মূল্যে কার্ড করে দেওয়ার নামে উপকারভোগীদের কাছ থেকে ৪ থেকে ৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওয়ার্ড বিএনপি রেজাউল করিমের বিরুদ্ধে। খোকশাবাড়ী ইউনিয়নের সাটিকাবাড়ী গ্রামের রাজিয়া, সুফিয়া, মর্জিনাসহ আশপাশের এলাকার ৩০ থেকে ৪০ জন অসহায় নারীদের কাছে থেকে প্রায় দেড় দু লাখ টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে এলাকায় নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ভোক্তভোগী নারীরা বার বার তাগাদা দিয়েও তাদের পাওনা টাকা তুলতে পারছেন না।
রেজাউল করিম সাটিকাবাড়ী গ্রামের মৃত মোতালেব মন্ডলের বড় ছেলে এবং খোকশাবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। তাঁর এসব অনিয়ম ও প্রতারণা করার কারণে এলাকায় টোকাই রেজাউল নামেও পরিচিত।
জানা যায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় দুইশত টাকা উপকারভোগীর নিজ সঞ্চয়ী ব্যাংক হিসাবে জমা দিয়ে ৩০ কেজি চাল সরবরাহ বাবদ জন প্রতিনিধিদের সহযোগিতায় যাচাই বাছাই করে কার্ড ইস্যু করা হয়। যা ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ২০২৪—২৫ অর্থ বছরের আওতায় সরকারের ভিশন বাস্তবায়নে উপকারভোগী মহিলাদের মধ্যে বিনামূল্যে খাদ্যশস্য বিতরন করা হয়। পুষ্টি সমৃদ্ধ এ ভিটামিন চাউলের সাথে বেডিং করে ফর্টিফাইড রাইস করে প্রকল্পের সভাপতি কর্তৃক নির্ধারিত ঠিকাদারের মাধ্যমে প্রতি মাসে সরবরাহ করা হয়।
এদিকে এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দের চালের কার্ডের নামে উৎকোচ বাণিজ্যের বিষয়ে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।