বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রী ছাড়াই সরকারি অনুদান উত্তোলন সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল উপজেলা শিক্ষা অফিস
সলঙ্গায় শষ্য মালিকদের নিয়ে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ৫৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির  ৯০টি পরিবারে মাঝে বকনা বাছুর বিতরণ  
সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও  কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিপিএম ও পিপিএম পুরস্কার পেয়েছেন ৬২ পুলিশ সদস্য
মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি : প্রেস সচিব
নওগাঁয় স্কুল পড়ুয়া ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন
সলঙ্গায় কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা পুত্র আটক

উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেন এর উপর শিবির কর্মীর হামলা,জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মো: আজাদ হোসেন এর উপর শিবির কর্মীর হামলার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার(১৮ এপ্রিল ২০২৫ খ্রিঃ) উপজেলা মডেল  মসজিদ হতে জুমার নামাজ আদায় করে বের হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, জুমার শেষ করে বের হওয়ার সময় আনুমানিক ২.০০ ঘটিকায় জেলার উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মো: আজাদ হোসেন উপজেলা মডেল  মসজিদ হতে জুমার নামাজ আদায় করে বের হওয়ার পর পিছন থেকে হাফিজুল ইসলাম, পিতা মোঃ গফুর মন্ডল ও আতাউর রহমান, পিতা মোঃ আসলাম হোসেনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে।

এদিকে আজাদ হোসেনের হামলা ও মারপিটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

আজ দুপুরে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদুর রহমান আজাদকে জামাত-শিবিরের সন্ত্রাসী হাফিজুল ইসলাম, পিতা মোঃ গফুর মন্ডল ও আতাউর রহমান, পিতা মোঃ আসলাম হোসেনসহ(জামায়াতের আমির মোঃ শাজাহান আলী এর লোকজন) এছাড়াও অজ্ঞাতনামা ৩/৪ জন  পিছন থেকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন।

 আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ও পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে। 

এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ও সন্ত্রাসীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জেষ্ঠ্য নেতৃবৃন্দ। 

পাশাপাশি বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হলো। 

এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, হাফিজুরের সাথে বিএনপি নেতা আজাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। জামায়াত ইসলামীর কোন সাংগঠনিক বিষয় নিয়ে সংঘর্ষ হয়নি। 

উল্লাপাড়া মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ রাকিবুল হাসান বলেন, আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, তবে আমরা আসামির ধরার প্রক্রিয়া চলমান আছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১