
মোঃ হোসেন আলী ( ছোট্ট): সিরাজগঞ্জে চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ হাসপাতাল তিনটি হাসপাতালের ১টি সিরাজগঞ্জে নির্মানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সিরাজগঞ্জ চেম্বার অফ সমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে চীনের অর্থায়নে নির্মিত এক হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ হাসপাতালটি সিরাজগঞ্জে নির্মানের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
এ সময় সাইদুর রহমান বাচ্চু বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে ইকোনমিক জোন যেখানে প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। অত্যাধুনিক বিসিক শিল্প পার্ক হচ্ছে সেখানেও প্রায় ৩ থেকে ৪ লাখ মানুষের কর্মসংস্থান হবে এছাড়াও সিরাজগঞ্জের সাধারণ মানুষ রয়েছেন প্রায় ৩৫
লাখ। যেমন দেশের মধ্যেবরতী স্থানে হওয়ায় সড়ক, রেল ও নৌপথে সহজেই দেশের যে কোন প্রান্ত থেকে সিরাজগঞ্জ যাতায়াত করা সম্ভব। হাসপাতাল নির্মান করা হলে উত্তরাঞ্চলসহ সারাদেশের মানুষ সহজে সেবা নিতে পারবে। এই জন্য হাসপাতালটি সিরাজগঞ্জবাসীর আজ প্রাণের দাবি।
তিনি আরও বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে কিছু করতে চাইনা, আমরা চাই আমাদের যৌক্তিক দাবী টুকু মেনে নিক। আমরা জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের নিকট অনুরোধ করবো তিনি হাসপাতালের জন্য জায়গা ব্যাবস্থা করে দিবো আপনারা সরকারকে অবগত করুন। আমরা সিরাজগঞ্জের উন্নয়নের জন্য দল মত নির্বিশেষে সবাই একতাবদ্ধ আছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পিপি শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার), কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না সহ জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।