
মোঃ হোসেন আলী ( ছোট্ট) বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের অর্থায়নে ও বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের ব্যবস্থাপনায় রাজশাহী বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ ( এপ্রিল) সকাল ৯ টায় পাবনা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ, পাবনায় দিনব্যাপী রাজশাহী বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। শুরতে জাতীয় পতাকা, স্কাউট পতাকা ও প্রার্থনা সংগীতের মধ্যেদিয়ে শুরু করা হয়।
ওয়ার্কশপে সভাপতিত্ব করেন ওয়ার্কশপ পরিচালক ও
আঞ্চলিক উপ কমিশনার(গবেষনা ও মূল্যায়ন মোঃ আশরাফ আলী ( এএলটি,) দিনব্যাপী ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পাবনা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সহ- সভাপতি, বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভার ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান। এছাড়াও ওয়ার্কশপের সমাপনীতে এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের সহ সভাপতি, ও সুজানগর এন. এ. কলেজ, পাবনা
অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সদর দপ্তরের আঞ্চলিক উপ কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), মোঃ তুহিন আহমেদ, প্রেসিডেন্ট রোভার স্কাউট) মোঃ আবুল খায়ের,(এলটি)
(আঞ্চলিক পরিচালক) বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, (প্রেসিডেন্ট রোভার স্কাউট) মোহাম্মদ কায়েস, ( এলটি),
অনুষ্ঠানে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভার সম্পাদক মোঃ আলী আকবর মিঞা, এবং সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি, রাজশাহী বিভাগের মোঃ সিজান শাহরিয়ার,। উল্লেখ্য ঃ সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপে রোভারদের দক্ষতা অর্জনে করনীয় ও প্রেসিডেন্টস রোভার স্কাউট (পিআরএস) পদক অর্জনের কৌশল রোভারদের হাতে কলমে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়।