
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বোরাধানের সঠিক ফলন নির্ণয়ে নিমিত্তে নমুনা শস্য কর্তন করা হয় এবং পার্টনার প্রোগ্রামের আওতায় উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কামারখন্দের আয়োজনে,
সোমবার (২৮ এপ্রিল) সকাল হতে দুপুর পর্যন্ত কামারখন্দ উপজেলা কৃষি অফিসের হলরুমে উক্ত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ, মতবিনিময় ও সেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং বোরাধানের মাঠে ধানের সঠিক নির্ণয়ে নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা’র অতিরিক্ত পরিচালক ( সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) সরেজমিন উইং কৃষিবিদ ড. মোঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, অতিরিক্ত উপপরিচালক ( শস্য) মোঃ মশকর আলী প্রমুখ। ুউক্ত প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন, পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মাসুদ আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কামারখন্দ উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মিশু আকতার এবং কৃষি সম্প্রসারণ অফিসার তাসলিম হাসান।
এসময় উপজেলার অন্য কৃষি কর্মকর্তা কর্মচারী ও মাঠে বোরোধানের সঠিক নির্ণয়ে নমুনা শস্য কর্তনকালে কৃষকেরা এবং উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে সুবিধা ভোগী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।