
পেয়ার আলী, ঠাকুরগাঁও: প্রতিনিধিঃ
রাণীশংকৈলে নকল কীটনাশক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা ও কীটনাশক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার গোগর বাজারের মেসার্স মুনসুর ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকের অভিযোগের প্রেক্ষিতে ওই দোকানে সত্যতা যাচাই করতে যান কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। পরে মুনসুর ট্রেডার্সে তল্লাশি করা হলে এনট্রাকল-এর নকল ২.৫ কেজি এবং নিষিদ্ধ কার্বোফুরান গ্রুপের ব্রিফার ৫ জি এর ৫৭ কেজি কীটনাশক জব্দ করা হয়। এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান জানান — ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪১ ধারা মোতাবেক মেসার্স মুনসুর ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়েছে।