
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার ও ১ টি প্রাইভেট কারসহ২ জন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (০৪ মে) রাত্রি ০৪.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামের মিয়াবাড়ী মার্কেটের সামনে থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ১৫০ গ্রাম হেরোইন ও মাদক কারবারীর কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার ও তিনটি মোবাইল ফোন জব্দ করেছে ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, রাজশাহী জেলার রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তর পাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মোঃ শফি ইসলাম (৫১), ও গোদাগাড়ী থানার মাটিকাটা গ্রামের মৃত শামসুজ্জোহার ছেলে মোঃ রাকিবুল হাসান (৩০)।
সিরাজগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।