বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে ঢাবি’র শিক্ষার্থী সাম্যর জানাযা ও পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন
শিয়ালকোলে লিচু চুরির অজুহাতে শিশু নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল, জনমনে নিন্দার ঝড়
বেলকুচির কৃতি সন্তান ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি
সিরাজগঞ্জে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত 
ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল
সিরাজগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত গেয়েই ‘অবমাননার’ প্রতিবাদ জানালেন সাইদুর রহমান বাচ্চু
জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
বেলকুচির কৃতি সন্তান ও ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
বেলকুচির মেধাবী শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য দুর্বৃত্তদের হাতে খুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কান্নার রোল,সাম্যের মৃত্যু মানতে পারছে না কেউ

সিরাজগঞ্জে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত 

মোঃ হোসেন আলী (,ছোট্ট):জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশ যৌথ উদ্যোগে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বানিজ্য মন্ত্রণালয়  জাতীয় ভোক্তা-অধিকার  সংরক্ষণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশের আয়োজনে, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহযোগিতায়,

বুধবার (১৪মে-২০২৫) অফিসার্স ক্লাব অডিটোরিয়াম সকাল হতে দিনব্যাপী উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তর কার্যক্রম ও গবেষণার পরিচালক (উপসচিব)  ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, 

এ কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত  জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।  

ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিত করণ বিষয়ে অভিজ্ঞতাপ্রসূত বক্তব্যরাখেন,  বিশেষ অতিথি , গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশের Portfolio Lead Mr.Ashek Mahfuz ( Phd).

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) সিরাজগঞ্জ  মোহাম্মদ নাজরান রউফ,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) লিটুস লরেন্স চিরান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বরমান হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ। 

,

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (কার্যক্রম) আতিয়া সুলতানা। 

ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশের প্রোজেক্ট কো-অর্ডিনেটর ফুড ফর্টিফিকেশন লাইলুন নাহার তিনি বলেন, ভিটামিন এ ঘাটতিজনিত সকল স্বাস্থ্যগত সমস্যা দূরীকরণে ইউনিসেফ এর কারিগরি এবং গেইন এর আর্থিক সহযোগিতায় শিল্পমন্ত্রণালয় ২০১০ খ্রিঃ হতে ভোজ্য তেলের সাথে ভিটামিন এ মিশ্রনের কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। এ কার্যক্রম শিশু, গর্ভবতী মহিলা, কিশোর-কিশোরীদের অপুষ্টি প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আসছে। 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।এ সময়ে কর্মশালা অনুষ্ঠানে,  ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ,  সিরাজগঞ্জ প্রেসক্লাের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, কনজুমার  এ্যাসোসিয়েশন অব কমার্স (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শওকত আলী দুলাল,  সাধারণ সম্পাদক আবু জাফর খান টিপু, বাংলাদেশ ব্রড বিস্কুট ও কনফেকশনারি মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা’র  সভাপতি মোঃ  সাইফুল ইসলাম,  বড়বাজার ব্যবসায়ী সমিতি সিরাজগঞ্জের সভাপতি মোঃ তারাজুল ইসলাম, কাঁচা বাজার, তৈল মালিক ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধি বা নেতৃবৃন্দ,  বিএসটিআই প্রতিনিধি, তেল রিফাইনারি প্রতিষ্ঠান প্রতিনিধি, জেলা খাদ্য নিরাপদ খাদ্য কর্মকর্তা / প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি,  সাংবাদিকগণ   উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১