
শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৩ মে ২০২৫ খ্রিস্টাব্দে রাতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,সিরাজগঞ্জের বেলকুচির সন্তান শাহরিয়ার সাম্য (২৫) কে হত্যার প্রতিবাদ ও অতিদ্রুত খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
আজ ১৪ মে ২০২৫,বুধবার সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক এক বিবৃতিতে জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা শাহরিয়ার সাম্য কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বাধীন দেশে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কে হত্যা করা হলো অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোন প্রদ ক্ষেপ গ্রহণ করেনি এটি অত্যান্ত দুঃখজনক। অবিলম্বে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রিঃ) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।