
মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে বসতবাড়ির জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তি হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আহত ব্যক্তির নাম শাহ আলম সরকার (৫৩), পিতা মৃত রফিজ উদ্দিন সরকার, সাং-সগুনা উত্তর পাড়া, থানা-বেলকুচি। অভিযোগ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী খাস সোনামুখী পূর্ব পাড়ার কয়েকজনের সঙ্গে শাহ আলম সরকারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
গত ১৪ মে ২০২৫, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে সগুনা মিলন মার্কেট এলাকায় চা খেতে গেলে অভিযুক্তরা পরিকল্পিতভাবে দা, ছোরা, রড ও লাঠিসোটা নিয়ে শাহ আলমকে ঘিরে ধরে হামলা চালায়। মাথায় কোপ লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও অভিযুক্তরা লাঠি ও কাঠের বাটাম দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রেজিস্ট্রেশন নম্বর ছিল ১৬৫৮। প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন তিনি বাড়ি ফেরেন।
১৬ মে শাহ আলম সরকার আত্মীয়-স্বজনদের পরামর্শক্রমে বেলকুচি থানায় উপস্থিত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি থানায় অভিযোগ দায়ের করতে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।