মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যমুনার তীরের সেই বেওয়ারিস জাহাজের মালিকের সন্ধান মিলেছে
উল্লাপাড়ায় ১০ টন পলিথিন জব্দ,দুই মালিকের জরিমানা
লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে : বাংলাদেশ ব্যাংক
সিরাজগঞ্জে জিয়া সাইবার ফোর্স এর দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন বেলকুচির নাহিদ হাসান  
৫৪ বছরে নদীর যে ক্ষতি হয়েছে তা এক দেড় বছরে পুরো সমাধান সম্ভব না: নাটোরে পরিবেশ উপদেষ্টা
গাজায় গণহত্যার প্রতিবাদে নাটোরে হেযবুত তওহীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
তাড়াশে সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় বিএনপি নেতা প্রভাষক আব্দুর রহিমের উপর হামলা
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২০২৫-২৬ অর্থবছরের ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন 

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট ঃ ঐতিহ্য সংগ্রাম ও ইতিহাস সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  ( ১৯ মে)  সকাল ১১ টার দিকে পৌর শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন হলরুমে স্বেচ্ছাসেবক দল,  সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভা সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। অনুষ্ঠানে  সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রন্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব উজ্জ্বল,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের  সহ-সভাপতি আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের  সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক কাঠামোতে গুণগত পরিবর্তন সাধনের লক্ষ্যে তরুণদের সংগঠিত করছেন। তিনি বিশ্বাস করেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলে বাংলাদেশ একটি আধুনিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তরিত হবে। কেউ আর এ দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিতে পারবে না। আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে শুরু থেকেই হাজারো ত্যাগ তিতিক্ষাকে পাড়ি দিয়ে মাঠে ছিলো স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ফ্যাসিবাদ সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাই আগামী বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন
আলোচনা সভার সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুল্লাহ আল কায়েস
বলেন, যে আগামী রাজনৈতিক হবে তারুণ্যকে নিয়ে তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দলের
পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী ২৪মে সমাবেশ সফল করতে আমরা  সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দল  সকল নেতাকর্মী প্রস্তুত আছি। অতীতে সকল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেমন সকলের সংঘবদ্ধ ছিলাম। আগামীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের  যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক   নুর আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এম আরজ আলী শান্ত, সহ প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রনি, শহর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্র দলের  সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু, মোঃ হেলাল,  আলী জোয়ার্দার আরাফাত হিরু, মোঃ আব্দুল মতিন, মোঃ তানভীর শাকিল, আকাশ খন্দকার,  মোঃ নাজমুল হক, আব্দুল বারিক সালাউদ্দিন শেখ, হাবীব শেখ, মোঃ ছাইফুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ময়নুল ইসলাম রাষ্ট্র প্রমুখ। এছাড়াও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১