
নজরুল ইসলাম:
” জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা সদরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে (২১-২২মে) দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ মে) সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম। বিজ্ঞান মেলায় সিরাজগঞ্জ পৌরসভাসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোট ৪৬ টি স্টল মেলায় অংশ নিয়েছে। এছাড়াও ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এদিন বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক সেমিনারে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় জেলা শিক্ষা অফিসার (অতিঃদাঃ) মো. আফছার আলীর সভাপতিত্বে বিজ্ঞান বিষয়ক সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যান শাখা) ফারজানা রহমান তন্বীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।