
জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচির উপজেলার দৌলতপুরে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী ইমন হত্যার অন্যতম আসামী সাকিব রাজধানীর উত্তরা হতে আটক হয়েছে। সে বেলকুচি থানার নাড়ামুরি গ্রামের রঞ্জিত হোসেনের ছেলে। শুক্রবার রাতে উত্তরা-৪ নম্বর সেক্টর এলাকায় অবস্থানকালে প্রথমে র্যাব তাকে আটক করে। পরে খবর পেয়ে শনিবার সকালে র্যাব হেফাজত থেকে বেলকুচি থানার এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম সেখানে গিয়ে তাকে ধরে থানায় নিয়ে আসে।
পুলিশ ও নিহতের পরিবার জানান, এনায়েতপুর থানার খুকনী গ্রামের ইমদাদুল হকের ছেলে খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ইমন (১৬) মাস খানেক আগে সহপাঠি বান্ধবী সামিয়াকে নিয়ে বেলকুচির দৌলতপুরে বেড়াতে গিয়ে বখাটে মাসুদ সহ সহযোগীদের দ্বারা হয়রানী শিকার হন।
পরে ১৮ এপ্রিল বিকেলে এলাকার সহপাঠী বন্ধু রাজিম ও রাব্বিকে নিয়ে ৬/৭ জন গিয়ে কেন তাদের হেনস্থা করা হয়েছে জানতে গেলে বেলকুচি থানার দৌলতপুরের বখাটে মাসুদের নেতৃত্বে তাদের সহযোগীরা লাঠি নিয়ে ধাওয়া করে। তখন অন্যরা পালাতে সক্ষম হলেও পিছনে থাকা ইমন পড়ে গেলে তাকে বেদম মারধর করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় ২৫ এপ্রিল মারা যান ইমন। এ ঘটনায় ২৭ এপ্রিল বিকেলে নিহতের বাবা ইমদাদুল হক বাদী হয়ে ৪জনের উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে সাকিব পলাতক ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। মামলা তদন্ত কর্মকর্তা বেলকুচি থানার এসআই সাইফুল ইসলাম জানান, উত্তরা থেকে শনিবার সকালে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে ।