
মোঃ হোসেন আলী (ছোট্ট): ” সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে সিরাজগঞ্জে শ্রমজীবী দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষদের মাঝে প্রশান্তি এনে দিতে প্রায় ৫ শতাধিক বিশুদ্ধ বোতলজাত পানি বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক আহসানুল কবির বাবু।
শনিবার (১০ মে) দুপুরে পৌর শহরের এস এস রোডে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলোত বিশুদ্ধ এ পানি বিতরণ করা হয়।
এসময়ে বিতরণ কাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ( ভারপ্রাপ্ত) মোঃ আল আমীন খান, সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর সদস্য হুমায়ুন আফ্রিদি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিব ও মির আকাশ সহ স্বেচ্ছাসেবক দল যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময়ে আহসানুল কবির বাবু বলেন, মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। বিশুদ্ধ পানি পেয়ে রিকশা চালক আবুল মিয়া বলেন, গরীবের মাঝে পানি বিতরণ ভালো কাজ। এই তীব্র তাপদাহের মধ্যে বাবু ভাই নিজে উপস্থিত থেকে আমাদের হাতে হাতে পানি দিচ্ছে সেই জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। তার জন্য এবং তার পরিবারের জন্য অনেক দোয়া থাকবে। আল্লাহ যেন তাদের সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে।