
সোহান সেখ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার ১২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য অনুমোদিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াছির আরাফাত ইশান এবং সদস্য সচিব হয়েছেন মোঃ রাহাত তালুকদার।
শনিবার (১০ মে) রাত্রে সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজীব সরকার ও সদস্য সচিব মেহেদী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাওছাররুল আলম (সাগর)। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. তানজির হোসেন তন্ময়, রাকিবুল হাসান, সাকিব হাসান, শুভফাহিম, মোনায়েম রিফাত, হাবিব মাহতাব হিজল, হাফেজ সাদিকুর রহমান সাদিক, মোস্তাকিম বিল্লাহ শাকিল, মো. ইব্রাহিম হোসেন, মো. ফিরোজ আহমেদ, মো. সোহাগ, তানভীর মোর্শেদ, মুজাহিদ বিন নেওয়াজ, সালাউদ্দিন আহমেদ ও মো. সাদমান সাকিব।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন অনিক হাসান। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন ইসরাত জাহান সিলমী, মো. জুলহাস, মানতাসা পারভীন পিযু, রাসেল আহমেদ, আব্দুর রহিম, মো. হাসান, মো. রাজু শেখ, মো. আতিকুল ইসলাম, মো. জুবায়ের হোসেন, সুমাইয়া স্বর্ণা, সামিদুল ইসলাম রাবু, মো. সুমন শেখ, মো. ইউসুফ জুবায়ের রাইয়ান সাদিক, মো. মাহির লাবিব ও মো. জিহাদুল ইসলাম।
সিনিয়র মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন সাদমান জাহিন, তালিমুল রাব্বি, মো. মারুফ আরেফিন, আয়ান হুজাইফা, দেব জিৎ মালাকার, মো. মেহেদী হাসান, মো. মুন্না শেখ, হাবিবুর রহমান হাবিব ও তাওহিদুল ইসলামসহ আরও অনেক উদ্যমী ছাত্রনেতা।
কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন সাদিয়া আহমেদ সিনহা। সহ-মুখপাত্র হিসেবে রয়েছেন সুমাইয়া আফরিন সুপ্তি, আফসারা মীম ও মোছা: আশা খাতুন।
সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজীব সরকার আশা প্রকাশ করে বলেন, এই নতুন কমিটি বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে দৃঢ়ভাবে কাজ করবে।