
মোঃ হোসেন আলী ছোট্র,সিরাজগঞ্জঃ
“ধুলা যতই উপরে উঠুক তা আকাশ ভেত করতে পারে না,আওয়ামী লীগের গুজবও তেমনি। বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের হত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনিদের বিচার ও শাস্তি না হওয়া পর্যন্ত খুনি ও তাদের দোসরদের চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না,কোথাও উঁকিঝুকি দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
রবিবার ( ২৬ জানুয়ারি ২০২৫) রাতে সিরাজগঞ্জ পৌর শহরের ইবি রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এসব কথা বলেন।
হারুন অর রশিদ খান হাসান আরও বলেন খুনীরা দেশবিদেশ আত্নগোপনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সারাদিন যে গুজব ছড়িয়ে দেয়,দিনশেষে তা হাওয়ায় মিশে যায়, ধুলা যতই উপরে উঠুক তা আকাশ ভেত করতে পারে না,আওয়ামী লীগের গুজবও তেমনি। তিনি আরও বলেন, বিএনপি সাত সাগর পারি দিয়ে সৈকতে পড়ে থাকতে চায় না,আমাদেরকে বিজয় বন্দরে নোঙর করতে হবে।
এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা,শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভূইয়া সেলিম, সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম প্রমুখ। এসময় বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।