
মোঃ হোসেন আলী ( ছোট্ট) সিরাজগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন “সুখ পাখি”র ইফতার মাহফিল ও অসহায় এবং গরীবদের মাঝে শাড়ী লুঈি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৯ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের ক্রসবার ৩ ( চাঁয়না বাঁধে) স্বেচ্ছাসেবী সংগঠন “সুখ পাখি”র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন পশ্চিমানঞ্চল গ্যাস কম্পানী লিমিটেডের মহা ব্যবস্থাপক ইন্জিনিয়ার মুহিবুর রহমান, প্রক্লপ পরিচালক ইন্জিনিয়ার দেবদীপ বড়ুয়া, উপ- মহা ব্যবস্থাপক ইন্জিনিয়ার রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী লিটন সরকার,
“সুখ পাখি” প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মোঃ রজব আলী, সহ-প্রতিষ্ঠাতা সদস্য রাসেল রহমান, সুখ পাখি “র স্বেচ্ছাসেবী সদস্য মোঃ নাজমুল ইসলাম, লামিয়া ফেরদৌস কথা, আসিফ, হামিদা ইসলাম, কাউসার, সিনথিয়া, সেতু, হৃদয়, রাব্বি, ফারদীন আহমেদ রানা, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয়।